কবি ও নারী
লিখেছেন লিখেছেন মামুন ২৩ অক্টোবর, ২০১৪, ১০:৪৬:২৭ রাত
কবি ও নারী
.
একদিন কোনো এক নারী
নিজের মনের প্রগলভতায় ভেসে
যেতে যেতে এক কবিকে বলে-
'কবিতা আমার মোটেই ভালো লাগে না',
বরং তুমি লিখে ফেল সাইন্স ফিকশন, হয়ে যাও
না হয় একজন জাফর ইকবাল!'
.
নিজের বাগানে বসে নতুন একটি কবিতা লেখা
কেবলই শুরু করেছিলাম,
নারী নষ্ট করে দিলো সেই প্লট।
এই প্রথম কোনো লেখা আমার থেকে সরে গেলো অনেক দূরে।
.
অবাক হয়ে বলি, ' এ হৃদয়ে নারী তুমি
কতটা গুরুত্ব বহন করছ! কীভাবে তোমার
সামান্য কথায় সৃষ্টিশীলতা হয় আবর্জনায় পরিণত।
.
'শুধু আবর্জনাকেই দেখলে? আমার একটু ভ্রুকুটি
কিংবা ঠোঁটের একটু প্রসারণ দেখনি কীভাবে
চীর-অমর কাব্য রচনা করায়? চোখের ইশারায়
কেমন অজানা ভাব জাগাই হৃদয়ে বুঝেছ কি কখনো?'
.
তারপরও নারী তুমি অবাক করলে আমায়!
এতো অনুভূতির জন্ম দিয়েও হৃদয়কে কেন
করো ছিন্নভিন্ন? নিজেরাও কি কখনো শরবিদ্ধ
অনুভুতি পেয়েছ? যা আমাদের ইচ্ছার ধনুক থেকে
সময় নিয়ে তোমাদের পানে ছুড়ে দেয়া?
.
তুমি নারী, তুমি রহস্যময়ী
তুমি-ই আমার না আমি তোমার?
কবি আর নারী
দু'জনে দু'জনার!
বিষয়: সাহিত্য
১২৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের ইন্তিকালে এক রাশ বিষাদময় ভাললাগা রেখে যাচ্ছি.......।
হ্যা, আল্লাহপাক ওনাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
সময় নিয়ে তোমাদের পানে ছুড়ে দেয়া?
মন্তব্য করতে লগইন করুন